পোস্টগুলি

Military life of prophet Muhammad (SAW)

ছবি

আল-জামিয়াতুল ইসলামিয়া মারকাযুদ্ দ্বীন (বালক-বালিকা) মাদরাসা

ছবি
পরিচিতি পটভূমি:   তিতাস উপজেলার দ্বীনি হালাতের বেহালদশা তিতাসের আলিম ওলামাদের দীর্ঘ দিন যাবত ব্যথিত করে আসছিল। তারা করনীয় খুঁজে দিশেহারা হচ্ছিল। ২০০৬ইং সালে তিতাস উপজেলার জগতপুর-সাতানি ইউনিয়ানের একঝাক মুখলিছ আলেম ও তালিবুল ইলম এর সম্মিলিত উদ্দ্যোগে নয়াকান্দি, বারকাউনিয়া ও চরকুমারিয়ার সংযোগস্থলে “মারকাযুদ দ্বীন ইসলামী পাঠাগার” নামে একটি পাঠাগার প্রতিষ্ঠিত হয়। উক্ত পাঠাগারকে কেন্দ্র করে আমাদের দ্বীনি তৎপরতা অব্যাহত থাকে। তারই অংশ হিসেবে ২০১২ইং সালে আরো কিছু দ্বীনি ভাইয়ের প্রত্যেক্ষ সহযোগিতায় তিতাস উপজেলার প্রাণকেন্দ্র বাতাকান্দি বাজারে ভাড়া জায়গায় "মারকাযুদ্ দ্বীন ইন্টারন্যাশনাল মাদরাসা” নামে একটি দ্বীনি খালেছ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এলাকার দ্বীনি তাকাজাকে সামনে রেখে ২০১৪ইং সালে মহিলা শাখা সংযুক্ত করা হয়। মাদরাসার মজলিশে শুরার সিদ্ধান্ত মোতাবেক এ বৎসর দাওরায়ে হাদীস পর্যন্ত মহিলা শাখাকে উন্নত করা হয় এবং মাদরাসার নাম পরিবর্তন করে “আল-জামিয়াতুল ইসলামিয়া মারকাযুদ দ্বীন” রাখা হয় এবং তিতাস উপজেলা পরিষদ সংলগ্ন হোমনা রোডের পাশে কলাকান্দিতে আরো একটি শাখা খোলা...